Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

কিশোরগঞ্জ সদর উপজেলার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ সদর দূরত্ব ১০৯ কিলোমিটার। কিশোরগঞ্জ সদর উপজেলায় শুধুমাত্র সড়কপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। ঢাকা হতে কিশোরগঞ্জ পৌঁছাতে বাসযোগে ভাড়া ৩৩০ টাকা থেকে ৩৮০ টাকা। গোলাপবাগ মাঠ (সায়েদাবাদ বাসস্ট্যান্ড এর আগে) যাতায়াত পরিবহন ও অনন্যা সুপার এ দুটি সার্ভিস ঢাকার গোলাপবাগ মাঠ থেকে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়মিত চলাচল করে। পরিবহন দুটি ভৈরব হয়ে চলাচল করে। অন্যদিকে অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক, জলসিড়ি ইত্যাদি কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়া-থানাঘাট-টোক-কাপাসিয়া-গাজীপুর হয়ে ঢাকার মহাখালী বাস ডিপো পর্যন্ত চলাচল করে।কিশোরগঞ্জ সদর উপজেলা ভ্রমনের জন্য অনন্যা পরিবহন, অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক বা যাতায়াত বাসযোগে চলাচল করলে কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড পর্যন্ত থামতে হবে। পরবর্তীতে ইজিবাইক বা রিকশা যোগে আলোর মেলা ‍উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পর্যন্ত যাতায়াত করতে হবে।